খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে নাসিরনগর উপজেলায় শরিফ উদ্দিন নামে একজন স্বাস্থ্য পরিদর্শক এবং নবীনগর উপজেলার মাঝিকাড়া গ্রামের তাহসিন আক্তার জনি নামে এক নারীর মৃত্যু হয়। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৩০৫জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়াও সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলার কসবা পৌর এলাকার আড়াইবাড়ী, শাহাপাড়া, শিতল পাড়ার তিনটি ওয়ার্ডে লগডাউন দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম বলেন, এসব এলাকায় রোগী সংখ্যা দিনদিন বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে।
এদিকে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়লেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মার্কেট, বাজার ও শহরের বিভিন্ন সড়কে উপচেপড়া ভিড়। নিয়মনীতি না মেনে স্বাস্থ্য ঝুঁকি নিয়েই মানুষ কারনে ও অকারনে ঘর থেকে বের হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হলেও বাস্তবে তা কোনো কাজে আসছে না।