খবর সারাদিন রিপোর্ট : দেশবরেণ্য শিল্পপতি ও ব্যবসায়ী আবদুল মোমেন এর মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলার আখাউড়া উপজেলার ‘আকছির চৌধুরী চ্যারিটি ট্রাস্ট স্কুল’ ও ‘রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার’ এর যৌথ উদ্যোগে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন জালাল। রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ শওকত চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব-রেজিস্ট্রার রমজান খান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী নেতা আব্বাস উদ্দীন ভূঁইয়া, মোহাম্মদ রোকন উদ্দিন মেম্বার, ইদ্রিস মেম্বার প্রমুখ। শোকসভায় বক্তব্য রাখেন রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের পরিচালনা কমিটির সদস্য কবির হোসেন কানু, ইসরাফিল মাস্টার প্রমুখ। সভায় রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের পরিচালনা কমিটির সদস্য কাজী উজ্জ্বল ইসলাম, মনির হোসেন মুন্না, আকছির চৌধুরীর চ্যারিটি ট্রাস্ট স্কুল এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিরিন আক্তার, জেসমিন আক্তার, আকরাম হোসেন, জামির হোসেন, তোফায়েল চৌধুরী, ফজলে রাব্বি, আকছির চৌধুরীর চ্যারিটি ট্রাস্ট স্কুলের সকল শিক্ষার্থী-অভিবাবকসহ গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ শফিক।
সভা শেষে মরহুম আবদুল মোমেন এর বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ মহামারি করোনা থেকে মুক্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত করা হয়।