মোজাম্মেল চৌধুরী : ব্রাক্ষনবাড়িয়া শহরের ৪ মহল্লায় নতুন করে লক ডাউন ঘোষনা করা হলে ও তেমন কার্যকর হচ্ছে না। সাধারন মানুষের চলাফেরা স্বাভাবিক রয়েছে। জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক সচেতনা করে মাইকিং করা হলে ও অহরহ বাসা বাড়ি থেকে বের হচ্ছে মানুষ। বিভিন্ন মহল্লায় ভ্রাম্যমান মোবাইল কোর্ট বের হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পৌরসভার ৪টি এলাকা ‘রেড জোন’ করে নতুন লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার রাত ১২টা থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্বপাইকপাড়া, কালাইশ্রীপাড়া, ৫নং ওয়ার্ডের মধ্যপাড়া ও ৮নং ওয়ার্ডের কাজীপাড়াকে লকডাউন করা হয়। লকডাউনের কারণে ওই চার এলাকায় জরুরী সেবা ছাড়া প্রবেশ ও বহির্গমন ও যান চলাচল পথ বন্ধ ঘোষনা করা হয়েছে। ২৭ জুন পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে। লকডাউন ভুক্ত এলাকগুলোতে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে। চলছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের টহলও থাকবে। এলাকা গুলোতে কাউন্সিলরদের সহায়তায় স্বেচ্ছা সেবক কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন আক্রান্ত এলাকায় জনপ্রতিনিধিদের উদ্যোগে জীবানুনাশক ছিটানো হচ্ছে।