,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু লরিকে অতিক্রম করতে গিয়ে আখাউড়ায় মোটর সাইকেল চালক নিহত নাসিরনগরে দুই মাসে ৩১ ট্রান্সফরমার চুরি,বোরো চাষ ব্যাহত হওয়ার শঙ্কা অনিবার্য কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সম্মেলন মেনে নেবে না, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের ঘোষণা পাওনা টাকা নিয়ে বিরোধের জের কসবায় ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে সরাইলে বিএনপির একাংশের ঝাড়ু– মিছিল ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় পৌরসভার পরিছন্নতা কর্মী নিহত ভ্রাম্যমান আদালতের অভিযান সরাইলে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে জেল-জরিমানা চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের পুণর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার দু,টি গ্রামে ঘূর্নী ঝড়ে ১১ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ

Brahmanbaria jhor pic 1

মোজাম্মেল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ২টি গ্রামে ঘুর্নীঝড় বয়ে গেছে। এতে গ্রাম দু,টির বেশ কিছু গাছ পালা ভেঙ্গে পড়েছে। বিদ্যুত সরবরাহ ব্যবস্থার ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে দু,টি গ্রামের অন্তত ১১টি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯ টায় বাসুদেব, আহরন্দ দক্ষিণ পাড়া এলাকায় এই ঘূর্ণিঝড় বয়ে যায়। প্রচন্ড বাতাসে বেশ কিছু ঘরবাড়ি ও গাছপালা উড়তে থাকে। এতে ৩ টি বাড়ি সম্পূর্ণ ও ৮ বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া গ্রামগুলো পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থ গ্রামের বাসিন্দাদের সাথে আলাপ করে তাৎক্ষনিকভাবে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ পরিবারকে ৩ বান ঢেউ টিন ও নগদ ৬ হাজার টাকা, আংশিক ক্ষতিগ্রস্থদের মাঝে ১ বান ঢেউ টিন ও নগদ ৩ হাজার টাকা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ১০ হাজার টাকা করে দেয়ার ঘোষনা দেন।

শেয়ার করুন

Sorry, no post hare.