খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্র পূর্ব পাইক পাড়ায় “পাইক পাড়া” জামে মসজিদ-মাদ্রসার পুনঃর্নিামণ কাজ চলছে। ১৬ শতক জায়গার উপর প্রায় ৭ কোটি টাকা ব্যায়ে আন্ডার গ্রাউন্ড, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাসহ ৭ তলা বিশিষ্ট এই মসজিদ-মাদ্রাসাটি নির্মিত হচ্ছে। শনিবার ভবনের ঢালাই কাজের শুরু হয়। মসজিদের নিজস্ব ফান্ড, এলাকাবাসীর সহায়তাসহ সরকারি-বেসরকারি সহায়তায় এর নির্মাণ কাজ এগিয়ে চলছে। মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ বছরের মধ্যে ৭ তলা বিশিষ্ট এই মসজিদ-মাদ্রাসার নির্মাণ কাজ শেষ হবে। প্রাথমিক ভাবে স্থানীয় সাধারন মানুষদের দান অনুদানে নির্মাণ কাজ চলছে। তবে সকলের সহযোগিতা পেলে এর নির্মাণকাজ আরো বেগবান হবে। এছাড়াও কমিটির পক্ষ থেকে দেশ ও জেলাবাসীসহ প্রবাসীদের পক্ষ থেকে মুক্ত হস্তে দান সহযোগিতা কামনা করেন। ঢালাই কাজের সময় উপস্থিত ছিলেন পাইক পাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজান আনসারী, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি, মসজিদ কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।