,
শিরোনাম:
শনিবার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল বিজয়নগরে বিএনপির নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন নবীনগরে ১১ চোরাই মোটর সাইকেল উদ্ধার ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ব্রাহ্মণবাড়িয়ায় নারী আটক বিজয়নগরে সাংবাদিক পরিচয়ে টাকা দাবি, যুবক গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত ৯ ঘন্টাপর গন্তব্যের দিকে রওয়ানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে মানববন্ধন শেষে হামলা, ৪ ছাত্র আহত। টিকেটে কালোবাজারি আটক কাঁথায় মোড়ানো নবজাতক উদ্ধার

কসবায় তিন শতাধিক সুুুবিধাবঞ্চিতকে ভাতা বহি প্রদান

p 002
মোজাম্মেল চৌধুরী : কেউ বিধবা, কউে বয়স্ক, কেউ আবার প্রতিবন্ধী।এমন তিন শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে ভাতা প্রদানের আওতাভূক্ত করলো ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা। পৌর এলাকার নয়টি ওয়ার্ডের  ৩৩০ জন অসচ্ছল মানুষের মাঝে হস্তান্তর করা হলো ভাতা বহি।
রোববার (১২জুলাই) দুপুরে কসবা উপজেলা সদরের ইমাম স্কুল মাঠ চত্বরে পৌর সভার ৯টি  ওয়ার্ডের ৩৩০ জন বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধীকে ভাতা বহি প্রদান করেন কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল। এসময় কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, পৌরসভার কাউন্সিলর বীর মুক্তিযুদ্ধা রঙ্গুমিয়া , আবু জাহের, এনামুল হক ছোটন, আবু ছায়েদ, হেলাল সরকার, সাইদুল ইসলাম সজিব, জসীম উদ্দিন, পৌর কর্মকর্তা রুস্তম খাঁ, আনিসুল হক, সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভাতা বহি হস্তান্তরকালে পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল বলেন, প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী  বিনা পয়সায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী শ্রেণীর  অসহায়দের ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।সরকারি বিধি মোতাবেক বিনাপয়সায় কসবা পৌরসভার ৯ টি ওয়ার্ডের প্রকৃত ৩৩০ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর তালিকা করে ভাতা বহি প্রদান করা হয়। কেউ এই ভাতা বহি নিয়ে কোনো প্রকার দালালি করলে তাদেরকে ছাড় দেয়া হবে না।
উল্লেখ্য কসবা পৌরসভার নয়টি ওয়ার্ডের  ৬৯ জনকে বয়স্ক ভাতা, ৫৪ জনকে বিধবা ভাতা ও ২০৭ জনকে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদানের আওতাভূক্ত করা হয়। মোট ৩৩০ জনকে ভাতা বহি প্রদান করা হয়েছে
শেয়ার করুন

Sorry, no post hare.