,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে উপচেপড়া ভীড় টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কালের সাক্ষী আখাউড়ার খড়মপুরের ১১’শ বছরের পুরোনো মসজিদ সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতীকরণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগিরক পার্টির বিক্ষোভ মিছিল আশুগঞ্জে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলন ব্রাহ্মণবাড়িয়ায় পিএফজি’র উদ্যোগে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা বৈষম্যবিরোধী ৩ ছাত্র প্রতিনিধিকে মাইক্রোচালকদের মারধর

কসবায় তিন শতাধিক সুুুবিধাবঞ্চিতকে ভাতা বহি প্রদান

p 002
মোজাম্মেল চৌধুরী : কেউ বিধবা, কউে বয়স্ক, কেউ আবার প্রতিবন্ধী।এমন তিন শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে ভাতা প্রদানের আওতাভূক্ত করলো ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা। পৌর এলাকার নয়টি ওয়ার্ডের  ৩৩০ জন অসচ্ছল মানুষের মাঝে হস্তান্তর করা হলো ভাতা বহি।
রোববার (১২জুলাই) দুপুরে কসবা উপজেলা সদরের ইমাম স্কুল মাঠ চত্বরে পৌর সভার ৯টি  ওয়ার্ডের ৩৩০ জন বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধীকে ভাতা বহি প্রদান করেন কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল। এসময় কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, পৌরসভার কাউন্সিলর বীর মুক্তিযুদ্ধা রঙ্গুমিয়া , আবু জাহের, এনামুল হক ছোটন, আবু ছায়েদ, হেলাল সরকার, সাইদুল ইসলাম সজিব, জসীম উদ্দিন, পৌর কর্মকর্তা রুস্তম খাঁ, আনিসুল হক, সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভাতা বহি হস্তান্তরকালে পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল বলেন, প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী  বিনা পয়সায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী শ্রেণীর  অসহায়দের ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।সরকারি বিধি মোতাবেক বিনাপয়সায় কসবা পৌরসভার ৯ টি ওয়ার্ডের প্রকৃত ৩৩০ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর তালিকা করে ভাতা বহি প্রদান করা হয়। কেউ এই ভাতা বহি নিয়ে কোনো প্রকার দালালি করলে তাদেরকে ছাড় দেয়া হবে না।
উল্লেখ্য কসবা পৌরসভার নয়টি ওয়ার্ডের  ৬৯ জনকে বয়স্ক ভাতা, ৫৪ জনকে বিধবা ভাতা ও ২০৭ জনকে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদানের আওতাভূক্ত করা হয়। মোট ৩৩০ জনকে ভাতা বহি প্রদান করা হয়েছে
শেয়ার করুন

Sorry, no post hare.