,
শিরোনাম:
ব্রাহ্মনবাড়িয়া শিশু নাট্যমের অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া নাসিরনগরে দু’দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন সমাপ্ত বিজিবি ৬০ ব্যাটালিয়নের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ১ বছরে ১৫০ কোটি টাকা মূল্যের মাদক ও মালামাল উদ্ধার \ গ্রেপ্তার-৮৬ ব্রাহ্মণবাড়িয়ায় ডাস্ট মালামাল কেনা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ব্রাহ্মণবাড়িয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রেমের টানে ইউক্রেনের প্রকিপ ব্রাহ্মণবাড়িয়ায়, করলেন বিয়ে ভোটারদের অনুরোধে অধিকতর প্রস্তুতির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের তারিখ পরিবর্তন। কসবায় বাড়ি থেকে ডেকে নিয়ে অটোচালককে খুন, ১০ দিন পর লাশ উদ্ধার রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির একাংশের সমাবেশ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত \ সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় দোষীদের শাস্তির দাবি

বছর পেরিয়েছেন নাছিমা মুকাই আলী

IMG 20200717 152243
খবর সারাদিন রিপোর্ট : উপজেলা চেয়ারম্যান হিসেবেদায়িত্ব পালনের এক বছর পূর্তি করেছেন নাছিমা মুকাই আলী।
তিনি ওই উপজেলার প্রথম নারী চেয়ারম্যান।
বিপুল ভোটে নির্বাচিত হয়ে গত বছরের ১৬ জুলাই দায়িত্ব নেন তিনি।
এরপর উপজেলার সর্বস্থরের জনগণের আন্তরিক ভালবাসা আর সহযোগিতায় বছর পার করেন।
এক বছর পূর্ণ হওয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাহবুবুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খিজির হোসেন প্রাং, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, নির্বাচন কর্মকর্তা মো: হামিদ ইকবাল,  মৎস্য  কর্মকর্তা মো: আবু সালেহ, সাংবাদিক এস এম টিপু চৌধুরী প্রমুখ।
 তিনিও বিভিন্ন অফিসের কর্মকর্তা, কর্মচারি,অফিস স্টাফ ও সুধীজনদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন।
সর্বস্থরের মানুষের সহযোগিতায় তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।
বৈশ্বিক করোনা ভাইরাসে তিনি  উপজেলার ১০ ইউনিয়নে  সরকারি ও ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৮ হাজার কর্মহারা লোকের মধ্যে ত্রাণ বিতরণ করেন। মসজিদের ইমাম,  মন্দিরের
পুরোহিতদের মাঝেও মানবিক সাহায্য করেছেন।
এছাড়া করোনা পরিস্থিতিতে মাঠ পর্যায়ে গণসচেতনা বৃদ্ধিকরণ সহ নানা মুখি কার্যক্রম পরিচালনা করেন।
 এছাড়াও রাস্তা ঘাট, কালভার্ট সহ বিভিন্ন উন্নয়ন কাজ করেছেন।
চেয়ারম্যান নাছিমা মুকাই আলী বলেন, আজ আমি আনন্দিত ও গর্বিত। বিজয়নগরবাসীর ভালবাসায় আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছি। জনগণ আমার একমাত্র আশা ও ভরসা।  সর্বস্থরের মানুষের ভালবাসায় আমি একবছর পার করেছি। সকলের সহযোগিতা ও পরামর্শে আমি  সামনের দিন গুলোতে যেন আপনাদের পাশে থেকে সেবা কার্যক্রম করতে পারি সকলের সহযোগিতা কামনা করছি। আপনাদের ভালবাসা নিয়ে সামনে দিনগুলোতে আমি সামনে এগিয়ে যেতে চাই।  সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি
শেয়ার করুন

Sorry, no post hare.