,
শিরোনাম:
অনিবার্য কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সম্মেলন মেনে নেবে না, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের ঘোষণা পাওনা টাকা নিয়ে বিরোধের জের কসবায় ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে সরাইলে বিএনপির একাংশের ঝাড়ু– মিছিল ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় পৌরসভার পরিছন্নতা কর্মী নিহত ভ্রাম্যমান আদালতের অভিযান সরাইলে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে জেল-জরিমানা চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের পুণর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন প্রতিহতের ঘোষনা একাংশের নেতা-কর্মীদের সূর্যতরুণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নাসিরনগরে দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় তরী আয়োজিত নদী সম্মিলনে ড. মনজুর আহমেদ চৌধুরী ভারত নদীকে ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

images 9 2

খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার আমিনপুরে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে আব্দুর রউফ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে আমিনপুর গ্রামের পুকুর থেকে প্রতিবেশিরা তার মরদেহ উদ্ধার করে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ওই বৃদ্ধ ঘর থেকে সাবান ও গামছা নিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যান। পানিতে নেমে কোন এক সময় তিনি ডুবে যান। প্রায় দেড় ঘন্টা পর বাড়ির লোকজন তাকে কোথাও না পেয়ে খুঁজতে এসে সাবান ও গামছা দেখে তাদের সন্দেহ হয়। এসময় এক প্রতিবেশি পুকুরের পানিতে নেমে খোঁজাখুঁজি করে তার অবস্থান জানতে পারে। পরে কয়েকজনের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। ওই বৃদ্ধের ছেলে জানান, সাঁতার জানা সত্বেও তার বাবা পানিতে ডুবে যান। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শেয়ার করুন

Sorry, no post hare.