কাউছার আলম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান করোনামুক্ত হয়েছেন। সোমবার তার নমুনা রিপোর্ট নেগেটিভ আসায় তিনি বর্তমানে করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বর্তমানে শারীরিক ভাবেও তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশরাত ফারখান্দা জেবিন।
এসিল্যান্ড ইকবাল হাসান বলেন, মহান আল্লাহর নিকট লাখো কোটি শোকরিয়া করোনার ফলোআপ রিপোর্ট এর রেজাল্ট নেগেটিভ আসছে। আমি কৃতজ্ঞতা জানাই ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্যার এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারের সিনিয়র স্যার, নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম স্যারের প্রতি। তাছাড়াও যারা আমার জন্য দোয়া করেছেন, দেখভাল করেছেন, সবসময় খোজঁখবর নিয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করারও আহব্বান জানান তিনি।
করোনা পজেটিভ হয়ে গত ২৭ শে জুন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান বাসায় হোম আইসোলেশনে ছিলেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ২ জুলাই ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। করোনামুক্ত হলেও আগামী কয়েকদিন তার কর্মস্থল নবীনগরের বাসায় বিশ্রামের পর যথারীতি অফিস করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।