,
শিরোনাম:
৩৫৪ বোতল বিদেশী মদসহ ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জন গ্রেপ্তার কসবায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে / ২৫ জন আহত ব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে উপচেপড়া ভীড় টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কালের সাক্ষী আখাউড়ার খড়মপুরের ১১’শ বছরের পুরোনো মসজিদ সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতীকরণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগিরক পার্টির বিক্ষোভ মিছিল আশুগঞ্জে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলন

যৌতুকের টাকা না পাওয়া স্ত্রীকে ব্লেডদিয়ে সারা শরীর ক্ষতবিক্ষত করলো স্বামী

images 11 2

মোঃ আজহার উদ্দিন : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাতবর্গ গ্রামে রিনা বেগম (২৮) নামে এক গৃহবধুকে যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ১৯ই জুলাই ভোররাতে স্বামীর নির্মম নির্যাতনের পর গতকাল বিকালে গুরুতর আহত রিনাকে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করা হয়েছে।

ইয়াবা ব্যবসায়ী স্বামীর নির্যাতনের শিকার রিনা মাধবপুর উপজেলার ৭ নং জগদীশপুর ইউনিয়নের উত্তরবরগ গ্রামের গোলাপ মিয়ার মেয়ে।

রাতে নির্যাতিত রিনার ছোট ভাই সোহরাব মিয়া বলেন, গত ১বছর আগে মোবাইলে প্রেমের সম্পর্কে জড়িয়ে মাধবপুর পৌরসভার ১ নং ওয়ার্ড পূর্ব গ্রামের মোঃ হিরা মিয়ার ছেলে শরীফ মিয়ার সাথে রিনার বিয়ে হয়। বিয়ের পর মাধবপুর উপজেলার সাতবর্গ ভাড়া বাড়িতে স্ত্রীকে নিয়ে উঠে শরীফ। কিছুদিন যেতেই রিনা বুঝতে পারে তার স্বামী শরীফ ইয়াবা আসক্ত ও ব্যবসায়ী। বিয়ের মাসখানেক পর থেকে যৌতুকের জন্য রিনার উপর শারীরিক নির্যাতন শুরু করে শরীফ। শত নির্যাতনের পরেও রিনা স্বামীর ঘর ছাড়েনি। শরীফকে ইয়াবা সেবন করতে সবসময় বাধা দিতো রিনা।

গত ১৯ জুলাই ভোরে যৌতুকের জন্য রিনার উপর নির্মম নির্যাতন চালায় শরীফ ও তার ছোট ভাই রতন মিয়াসহ বাড়ির মালিক প্রান বনিক সহ কতিপয় সহযোগী। রিনার সারা শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে তার স্বামী শরীফ ও ছোট ভাই রতন মিয়া। ওইদিন সকাল ৯টায় গুরুতর আহত রিনার অবস্থা আশংকাজনক দেখে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে পালিয়ে যায় তার স্বামী শরীফ। রিনার অবস্থা আশংকাজনক হলে, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মীদের সহযোগিতায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাজমুল হক রনি জানান, বর্তমানে রিনার অবস্থা আশংকাজনক। তাই তাকে ভর্তি দেয়া হয়েছে।

শেয়ার করুন

Sorry, no post hare.