মোজাম্মেল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : শুক্রবার ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮৮ ব্যাচের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে বিদ্যালয়ের মাঠে শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, চিনি, সেমাই, তৈল সাবান পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উক্ত ব্যাচের প্রাক্তন ছাত্র আমেরিকান ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিল, বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের হৃদরোগ বিভাগের কনসালটেন্ট ডাঃ আবুল বাসার সিদ্দিক, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক আব্দুস সাকিব ছোটন, সাংবাদিক জালাল উদ্দিন রুমি, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মোশাররফ হোসেন টিটিু, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের পরিচালক, আল মামুন, সুব্রত পাল, খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, ইউনোস্ক ক্লাবের সাধরণ সম্পাদক জিয়া কারদারসহ ৮৮ ব্যাচের অন্যান্য ছাত্ররা।
৮৮ ব্যাচের পক্ষ থেকে আমেরিকান ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিল তার বক্তব্যে দেশের এ দুঃসময়ে সকলকে অসহায় মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান। এ ছাড়া বিপদে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেন।
শেয়ার করুন