,
শিরোনাম:
শনিবার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল বিজয়নগরে বিএনপির নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন নবীনগরে ১১ চোরাই মোটর সাইকেল উদ্ধার ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ব্রাহ্মণবাড়িয়ায় নারী আটক বিজয়নগরে সাংবাদিক পরিচয়ে টাকা দাবি, যুবক গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত ৯ ঘন্টাপর গন্তব্যের দিকে রওয়ানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে মানববন্ধন শেষে হামলা, ৪ ছাত্র আহত। টিকেটে কালোবাজারি আটক কাঁথায় মোড়ানো নবজাতক উদ্ধার

মুজিববর্ষ উপলক্ষ্যে কসবায় হাজারো বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন 

received 605909270321411
খবর সারাদিন রিপোর্ট : মুজিব বর্ষের আহবান,“তিনটি করে গাছ লাগান”প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মনির হাসেনের ব্যক্তিগত পক্ষ থেকে কসবা উপজেলায় এক হাজার বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে র‌্যালীশেষে কসবা রেলওয়ে ষ্টেশন এলাকায় অর্ধশতাধিক মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন। এসময় অতিথিরা তারা ফলদ,বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করেন।
বৃক্ষরোপন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে
কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আনিসুল হক ভূইয়া বলেন, ইতোমধ্যে আমাদের অনেকেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গাছ লাগানোর কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে আজকে আমরা কসবা উপজেলা ভাইস চেয়ারম্যানের আহ্বানে একত্রিত হয়েছি বৃক্ষরোপণ করেছি। জননেত্রী শেখ হাসিনার আহবানে আজ কসবার মুক্তিযোদ্ধা সহ সকল শ্রেনী পেশার সাধারন মানুষ সারা দিয়েছে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম রঙ্গু বলেন,” বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সবুজ বিপ্লব করার। তার এই স্বপ্নকে বাস্তবায়নে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন গাছ লাগানোর। এতে করে ইতিহাস সৃষ্টি হবে।
বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইদ্রিস ভূইয়া জানান, রাষ্ট্রিয় ভাবে কোনো অতিথি এলে বৃক্ষের ফুল দিয়ে অতিথিদের বরন করাহয়। বৃক্ষ থেকে সৃষ্ট অক্সিজেন আমাদের জীবন রক্ষাকরে। সুতরাং গাছ লাগানো ছাড়া কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী যোগোপযোগী সিধান্ত নিয়েছেন।
অনুষ্ঠানের আয়োজক কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের নেতা কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের নির্দেশে আমরা ২৫ ভাগ বনভূমি তৈরী করার লক্ষ্যে কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ১হাজার বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষ রোপন করছি।
আজ এই কর্মসূচীর উদ্বোধন করাহয়।
আগামী এক সপ্তাহ এই কর্মসূচী অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযান পরিষদের সভাপতি দীলিপ কুমার রায়, স্বাধীন বাংলা ছাত্র পরিষদের সাবেক সদস্য সচিব এমএইচ শাহ আলম, কসবা উপজেলা সৈনিক লীগের সভাপতি হুমায়ুন কবীর,
কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক সুবেদার মো: আলেক,
কসবা পুরাতন বাজার কমিটির সভাপতি সুবেদার আব্দুর রহিম, কসবা পৌর আওয়ামীলীগের সভপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আলমগীর, কসবা পৌর এলাকার ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: হারুন, ৮নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবেদার মো: শামছু ও কসবা পৌর যুবলীগের সভাপতি রতন সরকার সহ ১০ ইউনিয়নের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অর্ধশতাধিক মুক্তিযোদ্ধার হাতে ৩টিকরে বনজ,ফলদ ও ঔষধি বৃক্ষের চারা তুলে দেয়াহয়।
শেয়ার করুন

Sorry, no post hare.