,
শিরোনাম:
১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের টোকেন নিয়ে দুই ভিক্ষুকের মধ্যে সংঘর্ষ

images 26
মোঃ আজহার উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের টোকেন সংগ্রহকে কেন্দ্র করে মারামারি করেছে দুই ভিক্ষুক।
সোমবার ২৭ই জুলাই দুপুর ৩টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মুক্তমঞ্চের সামনের রাস্তার পাশে এ সংঘর্ষে ঘটনা ঘটে।
গুরুতর আহত তৌফিক(৩৫) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সরকার পাড়া মহল্লার ফুল মিয়ার ছেলে। তাকে আশংকাজনক অবস্থায় ডাকা পাঠানো হয়েছে৷
অন্যদিকে অভিযুক্ত ভিক্ষুক সুমন(৪৫) চাঁদপুর সদর উপজেলার আদালত পাড়ার নজরুল ইসলামের ছেলে। তাকে পুলিশ আটক করেছে।
পথচারী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে একসাথে দুই ভিক্ষুক খাবারের টোকেন ও টাকা ভাগাভাগি নিয়ে বাগবিতণ্ডা জড়িয়ে পড়ে। তারপর সুমন নামের ওই ভিক্ষুক তৌফিক নামের ভিক্ষুকের বুকে ছুরি দিয়ে আঘাত করে। শেষমেশ ধ্বস্তাধস্তির এক পর্যায়ে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন৷ তারপর রক্তাক্ত অবস্থায় দুই ভিক্ষুককে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন পুলিশ।
জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. নাজমুল হক রনি বলেন, আহত তৌফিকের বুকে ছুরিকাঘাতের কারনে তার ফুসফুসের অনেক ক্ষতি হয়েছে। ভিক্ষুকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মারামারির ঘটনা নিশ্চিত হয়েছি। গুরুতর আহত ভিক্ষুকের চিকিৎসা চলছে। অভিযুক্ত ভিক্ষুক সুমনকে আটক করা হয়েছে। তবে কি বিষয় নিয়ে দুই ভিক্ষুক মারামারিতে জড়িয়েছেন তা এখনোও সঠিক জানা যায়নি।
শেয়ার করুন

Sorry, no post hare.