নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নে সরকারী ভিজিএফ খাদ্য সহায়তায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১২৭০০ কেজি চাউল বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নবীনগর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জিনদপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বন্যাক্রান্ত, অতিদরিদ্র ও অন্যান্য দূর্যোগক্রান্তা ১২৭০ টি পরিবারে পরিস্থিতি মোকাবেলায় ১০ কেজি চাউল বিতরণ করা হয়।
চাউল বিতরন করার সময় উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ, ইউপি সদস্য বিল্লাল মিয়া, আবু কালাম, আমির হোসেন, সংরক্ষিত মহিলা আসনের মহিলা মেম্বার নারগিছ বেগম, নাজমা বেগম, ইউপি সচিব আলি হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ জানান মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দ্যোগে সকলে মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করার জন্য এই চাউল বিতরন করা হচ্ছে, যাতে আমরা মিলেমিশে সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারি।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে চাউল নিতে আসা কয়েকজন হতদরিদ্র ব্যাক্তি জানান- দেশের এমন পরিস্থিতিতে ঈদ উপলক্ষ্যে সরকারিভাবে আমরা চাউল পেয়ে অনেক খুশি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের চেয়ারম্যানের জন্য দোয়া করি।