,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দরের কার্গো টার্মিনাল নৌপথে বাণিজ্যের প্রসার ঘটাবে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম. সাখাওয়াত হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ আশুগঞ্জে নারী পাচারকারী গ্রেপ্তার সরাইলে অটোরিকশা চালকরূপী ৩ ছিনতাইকারী গ্রেপ্তার \ ছিনিয়ে মালামাল উদ্ধার নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-২ অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৮ যুবক-যুবতি গ্রেপ্তার লেবাননে বিমান হামলায় নিহত নিজামের এলাকায় শোকের ছায়া ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিকদল সভাপতি আনোয়ার হোসাইন পতন মেনে নিতে পারেনি শেখ হাসিনা, তাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সদ্য গ্রেফতার গৃহায়ণ মন্ত্রীর ফাঁসির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার

images 19

খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর রাস্তার পাশ থেকে এক (মেয়ে শিশু) নবজাতককে উদ্ধার করা হয়েছে।

রবিবার ৩১ই আগস্ট রাত সাড়ে ৯টার দিকে ভাদুঘর ডাবলু কমিশনারের বাড়ি সংলগ্ন হিন্দুবাড়ির রাস্তার পাশ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়েছে।

ভাদুঘর গ্রামের আল আমীন মিয়া বলেন, রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটা কিছু নড়াচড়া করতে দেখি। তখন ওর কাছে যেয়ে দেখি কাপড়ে মোড়ানো অবস্থায় একটি কন্যা শিশু কান্না করছে। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় সরদার ও পুলিশকে জানায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় আল আমীনের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়েছে। তাকে কে বা কারা রাস্তার পাশে ফেলে রেখেছে তা এখনও জানা যায়নি। শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নবজাতকের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে জরুরি বিভাগের চিকিৎসক। তিনি বলেন, তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। শিশুটিকে আপাতত হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে৷ বৈধ অভিভাবক না পাওয়া গেলে প্রশাসন পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন ঘটনাটি নিশ্চিত নিশ্চিত করেছেন, বর্তমানে মেয়ে শিশুটিকে হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, শিশু চিকিৎসক ডা. নুর-নাহারের কাছ থেকে জানা যায়, শিশুটির অবস্থা আশংকাজনক। ওই শিশুটির প্রচুর ঠান্ডাকাশি ও শ্বাসকষ্ট দেখা দিয়েছে, যার কারনে শিশুটিকে অক্সিজেন দেওয়া হচ্ছে।

পুলিশ বলেন এখনোও শিশুটি কার সনাক্ত করা যায়নি। তবে ওই শিশুর পরিবারের খোঁজ পেলে হস্তান্তর করা হবে। যদি শিশুটি মরে যায় তখন আমরা আইনি ব্যবস্থা নেব। শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Sorry, no post hare.