,
শিরোনাম:
শর্টগানের ৬৭টি কার্তুজসহ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির দুই কনস্টেবল গ্রেপ্তার অপারেশন ডেভিল হান্ট ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার তারুণ্যের উৎসবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব ব্রাহ্মণবাড়িয়ায় ৭ মাদকসেবীকে সাজা সরাইলে অবৈধ ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা আখাউড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় লোক ও কারুশিল্প মেলা সংক্ষিপ্ত করার দাবি ব্যবসায়ীদের হেফাজতে ইসলাম নাসিরনগর উপজেলার কমিটি গঠিত আব্দুস সাত্তার সভাপতি \ মুখলেছুর রহমান সাধারণ সম্পাদক সরাইলে দুই ভুয়া পুলিশসহ গ্রেপ্তার-৮ বিজিবির অভিযানে বিজয়নগরে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতি আরো উন্নতী, কমছে বিভিন্ন পয়েন্টের পানি

images 30 1
খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতি আরো উন্নতী হয়েছে। গত ২৪ ঘন্টায় তিতাস, মেঘনা ও হাওড়া নদীর পানি আরো কমে গেছে। তবে পানি কমলেও তিতাসের পানি এখনো বিপদ সীমার উপড় দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে মেঘনা ও হাওড়া নদীর পানি বিপদ সীমার নিচে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) রঞ্জন কুমার দাস জানান, পানি কমলেও ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর চারটি পয়েন্টে এখনো বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর মধ্যে তিতাস নদীর নবীনগর পয়েন্টে বিপদ সীমার ৫৫ সেন্টিমিটার, সরাইলের আজবপুর পয়েন্টে বিপদ সীমার ২১ সেন্টিমিটার,  ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কুরুলিয়া পয়েন্টে বিপদ সীমার ২৬ সেন্টিমিটার এবং গোকর্ণঘাট পয়েন্টে বিপদ সীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মেঘনা নদীর পানি এখনো বিপদ সীমার ৪৮ সেন্টিমিটার নিচে আছে। হাওড়া নদীর পানি আখাউড়া পয়েন্টে ৩৪ সেন্টিমিটার নিচে ও  গঙ্গাসাগর পয়েন্টে ১০৩ সন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পানি বৃদ্ধির বিষয়টি নজরদারি করা হচ্ছে।

 

শেয়ার করুন

Sorry, no post hare.