মোজাম্মেল চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও প্রশিক্ষণ প্রাপ্ত নারী কর্মীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজতি সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এতে জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সনাধারণ সম্পাদক আল মামুন সরকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সালমা আহম্মেদ প্রমূখ। পরে বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত ৬ জন নারী কর্মীদের স্বাবলম্বী করতে ৬ টি সেলাই মেশিন দেয়া হয়।
শেয়ার করুন