মোজাম্মেল চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার প্রখ্যাত আলেম ভাদুঘর জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা মনিরুজ্জামান সিরাজী (বর্তমান বড় হুজুর) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে ওনার বয়স হয়েছিলো ৯০ বছর। রবিবার দুপুর ১২টায় এলাকার ভাদুঘর নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর জামিয়া সিরাজিয়া মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হবে। তিনি দেশের বিশিষ্ট আলেমদ্বীন মোফাছছিরে কোরআন বড় হুজুর মরহুম আল্লামা সিরাজুল ইসলাম সাহেবে এর পুত্র। এদিকে মরহুমের মৃত্যুর সংবাদ শুনে সর্বমহলে শোকের ছাঁয়া নেমে আসে। তাকে একনজর দেখতে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার, আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ নানা শ্রেনী পেশার মানুষ মরহুমের বাস ভবনে ছুটে যান। তিনি ছিলেন হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি, ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমীর ছিলন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রসক্লাবর আহায়ক খ,আ,ম রশিদুল ইসলাম ও সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পিসহ প্রসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সÍপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শেয়ার করুন