কাউছার আলম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বাধীনতার মহান স্থপতি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর ৪৫তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা আওয়ামিলীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে নবীনগর মহিলা কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি এডভোকেট সুজিত কুমার দেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামিলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ,
উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, পৌরসভার মেয়র অ্যাডভোকেট শীব সংকর দাস, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামিলীগের সাধারন সম্পাদক শুক্কুর খান, উপজেলা আওয়ামিলীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, মহিলা আওয়ামিলীগের আহবায়ক নূর নাহার বেগম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম জনি, সেচ্ছাসেবকলীগ নেতা সালা উদ্দিন বাবু, সাবেক ছাত্রলীগের আহবায়ক পারভেজ হোসেন, ছাত্রলীগ নেতা আবু সাঈদ, নাছির উল্লাহ, রাজিব সহ উপজেলা আওয়ামিলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বহু নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা গভীর শ্রদ্ধাভরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বরন করেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী করে তার নেক হায়াত কামনা করেন। এসময় সকল বক্তারা বঙ্গবন্ধু হত্যার পলাতক খুনিদের অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান।
আলোচনা সভা শেষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনার্থে মোনাজাত করে সকল নেতাকর্মীদের মাঝে তাবারক বিতরন করা হয়।