,
শিরোনাম:
শর্টগানের ৬৭টি কার্তুজসহ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির দুই কনস্টেবল গ্রেপ্তার অপারেশন ডেভিল হান্ট ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার তারুণ্যের উৎসবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব ব্রাহ্মণবাড়িয়ায় ৭ মাদকসেবীকে সাজা সরাইলে অবৈধ ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা আখাউড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় লোক ও কারুশিল্প মেলা সংক্ষিপ্ত করার দাবি ব্যবসায়ীদের হেফাজতে ইসলাম নাসিরনগর উপজেলার কমিটি গঠিত আব্দুস সাত্তার সভাপতি \ মুখলেছুর রহমান সাধারণ সম্পাদক সরাইলে দুই ভুয়া পুলিশসহ গ্রেপ্তার-৮ বিজিবির অভিযানে বিজয়নগরে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

আখাউড়ায় সুহ্নদের সাধারন সভায় নতুন কমিটি

received 3464033403628170

মহসিন-পারভেজ,খবর সারাদিন : আখাউড়া উপজেলার এসএসসি ২০০২ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন সুহ্নদের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে ১৩ই আগষ্ট। ‘আতিœক বন্ধনে, মানবিক স্পন্দনে ’ এই স্লোগানকে সামনে রেখে একটি সুন্দর সমাজ বিনির্মানে যাত্রা শুরু হয় এ সংগঠনের। সর্ব সম্মতিক্রমে সুহৃদ আখাউডড়ার প্রধান সমন্বয়ক হিসেবে নির্বাচিত হন আখাউড়া বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নাজমুল হাসান (রাফি)। সহকারী ৫ সমন্বয়ক আবদুল্লাহ কায়সার স্নিগ্ধ, নাজনীন আক্তার শম্পা, শিপন দেওয়ান, রেজাউল করিম শুভ্র ও মোঃ রাব্বী। আখাউড়া উপজেলার বিভিন্ন স্কুল থেকে প্রতিনিধিত্বকারী ২১ জনকে নির্বাহী সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করা হয়। সংগঠনটির কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করার বিষয়ে আলোচনা হয় সভায়। সুহৃদ প্রধান সমন্বয়ক নাজমুল হাসানের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন শিপন দেওয়ান, আমীনুল ইসলাম সাজি, নাজনীন আক্তার শম্পা, ফজলে রাব্বী, বাহাউদ্দিন মাসুম, সামিয়ুল রাব্বানী(রাব্বী), আতিক খান, রফিকুল ইসলাম (রানা), রাকিব হোসেন রুবেল, হাবিবা সুলতানা টুম্পা, কাজী শারমিন, নাদিয়া তাবাসসুম উর্মি, মোঃ দুলাল, ইয়াসিন খাদেম, শাহিন শাহরিয়ার, এজাজ বাবু, সাইফুল আলম পলাশ, মোঃ আল আমিন, সুলতান মাহমুদ, আরিফ ভূইয়া, মনিরুজ্জামান মিন্টু, হেলাল মিয়া, আল আমিন লেলিন, জাবেদ, আলমগীর অপু, কামরুল হাসান, গোপাল চন্দ্র দাস,বাইজিদ অপু,জিয়াউল, আলামিন, লিমন ভূইয়া, শাহাবুদ্দিন রিফাত প্রমুখ। আলোচনা সভায় সংগঠনের ৪১ জন সদস্য অংশ নেন।

শেয়ার করুন

Sorry, no post hare.