খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতিকে বেগবান ও সমৃদ্ধ করার লক্ষে অংকুর শিশু কিশোর সংগঠনের নিয়মিত আয়োজন অংকুর সাপ্তাহিক সংগীতের বৈঠকীসন্ধ্য গতকাল ২৯ আগষ্ট, শনিবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অংকুর প্রতিষ্ঠাতা আনিছুল হক রিপনের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় সংগীত পরিবেশন করেন কন্ঠশিল্পী মোঃ আবদুল বাছির ,জয়নালআবেদীন,অরুপ রায় অপ, অপরাজিতা দত্ত,মাহবুবুল আলম ও
আনিছুল হক রিপন।
যন্ত্রশিল্পীগন : তবলায় – বাবুল মালাকার, জাকির হোসেন রাজা বাঁশী – মোঃ নৃরু মিয়া,অক্টোপ্যাড – সিয়াম ফিনাল,
এ সময় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জনাব তানহারুল ইসলাম, অংকুর উপদেষ্টা এডভোকেট হুমায়ুন কবির, তিতাস বার্তার সম্পাদক ও প্রকাশক জনাব আবদুল মতিন সানৃ, অংকুর উপদেষ্টা এ টি এম নিছার ভুইয়া,বিশিষ্ট রাজনৈতিক, ক্রীড়ানুরাগী ও সংস্কৃতিমনস্ক ব্যক্তিত্ব জনাব মৃক্তি খান,বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাচিকশিল্পী জনাব পার্থ কিবরিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন ও উদীয়মান কবি ও গীতিকার নাগর হান্নান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন,তবলাশিল্পী প্রদীপ কুমার মিত্র, কন্ঠশিল্পী মোঃ সম্রাট হোসেন রবিন, তবলাশিল্পী সঞ্জয় কুমার দাস,কন্ঠশিল্পী মোঃ আলী, তবলাশিল্পী কবির ঘোষ, লালনশিল্পী মিজানুর রহমান,সংস্কৃতিকর্মী মনিরুজ্জামান, শ্রাবন হোসেন, ফোরকান সুহৃদ, সুমন চক্রবর্ত্তী, নীলা ও শাহানা প্রমুখ।