খবর সারাদিন রিপোর্ট : ঢাকার গাবতলী বেড়িবাধ এলাকায় বিআইডব্লিউটিএ’র অভিযানে ক্ষতিগ্রস্থ ট্রাক মালিকদের ক্ষতিপূরনসহ ৯ দফা দাবীতে আগামী ১২ ও ১৩ই অক্টোবর সারাদেশে ধর্মঘট পালন করবে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। এই কর্মসূচীর প্রতি একাত্বতা প্রকাশে রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ট্রাক মালিক গ্রুপে সভা হয়। জেলা ট্রাক মালিক গ্রুপের আহবায়ক মনসুর আলী দানার সভাপতিত্বে এতে বক্তৃতা করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মো: তাজুল ইসলাম,গাজীপুর ট্রাক ড্রাইভার ইউনিয়নের সাধারন সম্পাদক একেএম আজাদ,কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক মো: সাদেকুর রহমান,বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান তানিম,জেলা ট্রাক মালিক গ্রুপের সাবেক সভাপতি হাজী শেখ মো: মহসীন ও জয়নাল আবেদীন,ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি হাজী মো: আক্কাস, ব্রাহ্মণবাড়িয়া ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন খোকন,ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন সভাপতি সোহেল খন্দকার। সভায় সারাদেশে মহাসড়কের পাশে এবং জেলায় জেলায় আধুনিক ট্রাক টার্মিনাল নির্মান ও বিশ্রামাগার নির্মান,সড়ক পরিবহন আইন-২০১৮’র সংশোধনী বাস্তবায়ন,যানবাহনের বর্ধিত আয়কর প্রত্যাহার,সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানী এবং মস্তান ও সন্ত্রাসীদের চাদাবাজী বন্ধের দাবী অবিলম্বে বাস্তবায়ন করা না হলে আরো ব্যাপক আন্দোলনের হোশিয়ারী দেয়া হয়। সভায় সরাইলের শাহবাজপুরে তিতাস নদীর ওপর নির্মিত সেতুতে টোল বাতিলেরও জোর দাবী জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ট্রাক মালিক গ্রুপের নেতা শফিকুল ইসলাম মুন্সি,হাজী ইসহাক মিয়া,কাজী শাহনুর আলম,শেখ মো: মাহফুজ,জাহাঙ্গীর আলম।
শেয়ার করুন