খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ারর নবীনগরে বঙ্গবন্ধু কন্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে গাছ লাগান পরিবেশ বাচাঁন এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার নারায়ণপুর ফায়ার সার্ভিস ও সিভিল স্টেসন প্রাঙ্গণে কয়েকটি ফলজ গাছ রোপনের মাধ্যমে এই বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান কল্লোল, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মোঃ আবু কাউছার,
সহ-সভাপতি ওবায়দুর রহমান বাদল, তৌফিকুর রহমান মাস্টার, সাধারন সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সুমণ আহমেদ মাস্টার, সালাউদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান দিপু, মোহাম্মদ ওয়াসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউছার আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাসিন ভূইঁয়া রোম্মান, কার্যকরী সদস্য মোঃ কালন হোসেন ও ফায়ার সার্ভিসের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।
এসময় মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মোঃ আবু কাউছার বলেন- পরিবেশ রক্ষায় গাছপালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আমাদের সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ও তার দীর্ঘায়ু কামনা করেন এবং এই বৃক্ষরোপন কর্মসূচি মাসব্যাপী সমগ্র উপজেলার বিভিন্ন গ্রামে চলমান থাকবে বলেও জানান তিনি।