ব্রাহ্মণবাড়িয়ায় স্বনামধন্য চিকিৎসক ও কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মরহুম চিকিৎসক উবায়দুর রহমানের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শহীদ ডাক্তার মিলন সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়। বাংলাদশ মেডিকেল এসোসিয়শন (বিএমএ) ব্রাহ্মণবাড়িয়া শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মোঃ আবু সাঈদ। এতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক চিকিৎসক মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে ও চিকিৎসক ফাইজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ফখরুল ইসলাম আশেক, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রানা নুরুস শামস, অধ্যাপক হারুনুর রশীদ, চিকিৎসক খোকন চন্দ্র দেব নাথ ও চিকিৎসক তৌহিদ আহমেদ। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ও স্টাফগন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ডাক্তার উবায়দুর রহমানের জীবন ও কর্মের নানা দিক নিয়ে আলোচনা করেন। পরে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্ট থাকা অবস্থায় মারা যান। করোনার সময় ফ্রন্টলাইনে থেকে রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দিয়েছেন। অসহায় ও গরীব মানুষক বিনা পয়সায় চিকিৎসা সেবা দিয়েছেন।
শেয়ার করুন