,
শিরোনাম:
শর্টগানের ৬৭টি কার্তুজসহ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির দুই কনস্টেবল গ্রেপ্তার অপারেশন ডেভিল হান্ট ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার তারুণ্যের উৎসবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব ব্রাহ্মণবাড়িয়ায় ৭ মাদকসেবীকে সাজা সরাইলে অবৈধ ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা আখাউড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় লোক ও কারুশিল্প মেলা সংক্ষিপ্ত করার দাবি ব্যবসায়ীদের হেফাজতে ইসলাম নাসিরনগর উপজেলার কমিটি গঠিত আব্দুস সাত্তার সভাপতি \ মুখলেছুর রহমান সাধারণ সম্পাদক সরাইলে দুই ভুয়া পুলিশসহ গ্রেপ্তার-৮ বিজিবির অভিযানে বিজয়নগরে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমের জেরে চাচার হাতে ভাতিজা খুন

images 20 3
খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাচার ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম শান্ত (২০) নামে ভাতিজা নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক চাচা আক্কাসকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার সকালে নিহত যুবকের মা রোমানা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। এরআগে শুক্রবার রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসীরা জানায়, উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের মাহফুজ মিয়ার ছেলে আশরাফুল ইসলাম শান্ত (২০) তারই চাচাত বোনের সাথে প্রেমের সর্ম্পক গড়ে তুলে। বিষয়টি মেনে নিতে পারেনি চাচা আক্কাস আলী। এনিয়ে সালিশও হয়েছে। এর জের ধরে ঘটনার রাতে ভাতিজা শান্তর ঘরে ঢুকে শান্তকে বুকে ছুরিকাঘাতে করে। পরে তারে আশংকাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায় সে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক জানান, চাচা আক্কাস আলীকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
শেয়ার করুন

Sorry, no post hare.