,
শিরোনাম:
শর্টগানের ৬৭টি কার্তুজসহ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির দুই কনস্টেবল গ্রেপ্তার অপারেশন ডেভিল হান্ট ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার তারুণ্যের উৎসবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব ব্রাহ্মণবাড়িয়ায় ৭ মাদকসেবীকে সাজা সরাইলে অবৈধ ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা আখাউড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় লোক ও কারুশিল্প মেলা সংক্ষিপ্ত করার দাবি ব্যবসায়ীদের হেফাজতে ইসলাম নাসিরনগর উপজেলার কমিটি গঠিত আব্দুস সাত্তার সভাপতি \ মুখলেছুর রহমান সাধারণ সম্পাদক সরাইলে দুই ভুয়া পুলিশসহ গ্রেপ্তার-৮ বিজিবির অভিযানে বিজয়নগরে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

প্রবাহ’র পাঠোন্মোচনে মোকতাদির ব্রাহ্মণবাড়িয়ার যে সেপারেট আইডেন্টি আছে তা তুলে ধরতে হবে

BBaria Press Club Pic1 scaled
খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া  প্রেস ক্লাব প্রকাশিত বই “প্রবাহ” এর পাঠোন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান হয়েছে রোববার। প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আখতার ইউসুফ সানু, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি খ,আ,ম রশিদুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। প্রেস ক্লাবের কার্যকরী সদস্য মো: মনির হোসেনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। অনুষ্ঠানে সৈয়দ আখতার ইউসুফ সানুর একটি লেখা পাঠ করে পাঠোন্মোচন করেন প্রধান অতিথি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এসময় তিনি বলেন,তার লেখায় দেখলাম শুধু ব্রাহ্মণবাড়িয়া,শুধু ব্রাহ্মণবাড়িয়া,শুধু ব্রাহ্মণবাড়িয়া। এই যে শুধু ব্রাহ্মণবাড়িয়ার একটা গুরুত্ব তা আজকে আমরা অনেকটা হারিয়ে ফেলেছি। ব্রাহ্মণবাড়িয়ার যে একটা সেপারেট আইডেন্টি আছে এই কথাটা আজকে আমরা অনেকে ভুলে গেছি। এ বিষয়টাকে তুলে ধরার ক্ষেত্রে প্রেস ক্লাব বড় ভূমিকা পালন করতে পারে এবং তারা করছে বলেও আমার ধারনা। তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপরও গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব পাঠাগারের উন্নয়নে প্রাথমিকভাবে তার পূর্ব প্রতিশ্রুত ১লাখ টাকা প্রদান করেন। এ প্রসঙ্গে তিনি বলেন,সাংবাদিকদের জন্যে লাইব্রেরী গুরুত্বপূর্ন। সেখান থেকে তারা অনেক কিছুই জানতে পারেন।
শেয়ার করুন

Sorry, no post hare.