খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমূখ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পৃথিবীর যেসকল রাষ্ট্র বিজ্ঞান চর্চায় এগিয়ে গেছে তারাই আজ সমগ্র বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। তাই বাংলাদেশের তরুণ প্রজন্মকেও বিজ্ঞান চর্চায় এগিয়ে যেতে হবে। তরুণ প্রজন্ম বিজ্ঞানকে আকড়ে ধরে এগিয়ে গেলে বাংলাদেশ জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হবে। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্কুল প্রদর্শিত ৩৫টি প্রদর্শনী স্টল ঘুরে দেখেন।