,
শিরোনাম:
শর্টগানের ৬৭টি কার্তুজসহ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির দুই কনস্টেবল গ্রেপ্তার অপারেশন ডেভিল হান্ট ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার তারুণ্যের উৎসবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব ব্রাহ্মণবাড়িয়ায় ৭ মাদকসেবীকে সাজা সরাইলে অবৈধ ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা আখাউড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় লোক ও কারুশিল্প মেলা সংক্ষিপ্ত করার দাবি ব্যবসায়ীদের হেফাজতে ইসলাম নাসিরনগর উপজেলার কমিটি গঠিত আব্দুস সাত্তার সভাপতি \ মুখলেছুর রহমান সাধারণ সম্পাদক সরাইলে দুই ভুয়া পুলিশসহ গ্রেপ্তার-৮ বিজিবির অভিযানে বিজয়নগরে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে যুবলীগের দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

clash pic 2

খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুবলীগের দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তুচ্ছ ঘটনা নিয়ে উপজেলার উচালিয়া পাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা পায়েল হোসেন মৃধার সমর্থকরা সরাইল শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন। এসময় সরাইল উপজেলা সদরের গরুর বাজার এলাকায় প্রতিপক্ষ যুবলীগ নেতা বেলায়েত হোসেন মিল্লাতের সমর্থকদের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিত-া হয়। পরে উভয়পক্ষের সমর্থকরা দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইচ উদ্দিন সংঘর্ষের বিষয়টি নিশ্চত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

শেয়ার করুন

Sorry, no post hare.