খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলার বিটঘরে বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচর্য্য বিদ্যাপীঠ কলেজ এর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে কলেজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করছে। সরকারের শিক্ষা বান্ধব নীতির কারণে সারা দেশের শিক্ষার ব্যাপক উন্ননয়ন সাধিত হয়েছে। বিটঘর গ্রামে যে কলেজটির যাত্রা শুরু হচ্ছে এতে এলাকার শিক্ষার অনেক উন্নতি ঘটবে।
এতে কলেজের প্রতিষ্ঠাতা মোঃ মুনতাসির মহিউদ্দিন অপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক এম,এ হালিম প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় সূধীজন উপস্থিথ ছিলেন।
শেয়ার করুন