,
শিরোনাম:
টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কালের সাক্ষী আখাউড়ার খড়মপুরের ১১’শ বছরের পুরোনো মসজিদ সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতীকরণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগিরক পার্টির বিক্ষোভ মিছিল আশুগঞ্জে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলন ব্রাহ্মণবাড়িয়ায় পিএফজি’র উদ্যোগে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা বৈষম্যবিরোধী ৩ ছাত্র প্রতিনিধিকে মাইক্রোচালকদের মারধর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নবীনগরে আগুনে পুড়ে ঘরসহ  দুইটি গবাদিপশুর মৃত্যু, ৫ লাখ টাকার ক্ষতি

received 2439712963000011

কাউসার আলম, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাতের গভীরে একটি টিনশিড ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে ২ টি গবাদিপশুর মৃত্যু ও একটি মটরসাইকেল ও ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাশারুক উত্তর পারার সফিক মিয়ার ঘরে শুক্রবার রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক শফিক মিয়া জানান, আগুন কি অনাকাঙ্ক্ষিত কোন কারনে লেগেছে নাকি কেউ শত্রুতা করে আগুন লাগিয়েছে সে জানেনা। রাতে আনুমানিক ১২ টার দিকে মুহূর্তের মধ্যে আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। সবার চেস্টায় একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসলেও, ততক্ষণে অগ্নিকাণ্ডে তার পালিত ২ টি গবাদিপশু, একটি মটরসাইকেল ও ঘরে রাখা অন্যান্য মালামাল সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
আগুন লাগার খবর পেয়ে শনিবার সকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, স্থানীয় ইউপি সদস্য হাসান উদ্দিন, স্থানীয় বিভিন্ন নেত্রীবৃন্দ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত পরিবারের খবরাখবর নেন।
একই গ্রামের বাসিন্দা ও ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক জানান- আগুন কি অনাকাঙ্ক্ষিত কোন কারনে লেগেছে নাকি কেউ শত্রুতা করে আগুন লাগিয়েছে তা কেউ দেখেনি, তবে যদি কেউ শত্রুতা করে আগুন লাগিয়ে থাকে, তা যদি প্রমাণ হয়, তাহলে তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক শফিক মিয়ার ছেলে মোঃ ইমরান হোসেন জানান, এবিষয়ে তারা থানায় সাধারন ডায়রি (জিডি) করেছেন।
শেয়ার করুন

Sorry, no post hare.