খবর সারাদিন রিপোর্ট : রবি মৌসুমে বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে কর্মসূচীর উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। এ সরকারের কৃষি উন্নয়ন নীতি সর্বমহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। তিনি এ সময় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী কোন জমি পতিত না রেখে প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদ করার আহ্বান জানান। এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ লোকমান হোসেন প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মুনসী তোফায়েল হোসেন। প্রসঙ্গত, কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় ১৮৫০ জন কৃষককে ও কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ১৪০০ জন কৃষককে বিভিন্ন জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলার কৃষকসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।
শেয়ার করুন