খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতায় জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা মোতাবেক উপজেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিলটি নবীনগর সদরের প্রদান প্রদান সড়কে পদক্ষিণ করে সরকারী কলেজ গেইটের সামনে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা যুবলীগের সভাপতি সামছ আলমের সভাপতিত্বে সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগ নেতা এনামুল হক সরকার, গোলাম কিবরিয়া, ওমর ফারুক, ছগির হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাব্বির হোসেন, সঞ্জয় সাহা, রুহুল আমীন, কয়েছ আহম্মদ, সুমন হায়দার, মোঃ এরশাদ আব্দুস ছালাম, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, খলিলুর রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা আবু কাউছার, ওমর ফারুক, আমীর হোসেন সহ আরো বহু নেতৃবৃন্দ।
সমাবেশে যুবলীগ নেতারা তাদের বক্তব্যে বলেন- স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, তিনি জাতির সম্পদ, স্বাধীনতার ইতিহাস আর ঐতিহ্যকে ধরে রাখতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানের যে উদ্যোগ সরকার হাতে নিয়েছে তাতে আমরা স্বাগত জানাই এবং বিএনপি জামায়তের উগ্র মদতপুষ্ট হয়ে উগ্র জঙ্গিবাদ, মৌলবাদি গোষ্ঠী যে অপব্যাক্ষা দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে যে ষড়যন্ত্র করছে তাদেরকে যুবলীগ নেতারা কঠিন হুশিয়ার দেন এবং অপব্যাক্ষা দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী যুবলীগ ছাড় দিবেনা বলেও জানান।
শেয়ার করুন