খবর সারাদি রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামের একটি সড়কের পাশ থেকে ছয় মাস বয়সের এক ছেলে শিশু পাওয়া গেছে। রবিবার রাতে শিশুটিকে উদ্ধার করে ওই গ্রামের জহির মিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ খবর পেয়ে শিশুটিকে রাত নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বাসুদেব ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ আশরাফুল আলম জানান, দুবলা গ্রামের মাসুদ মিয়া নামে এক ব্যক্তি কান্নার আওয়াজ শুনে শিশুটিকে উদ্ধার করে। পরে এলাকাবাসীকে জানিয়ে তিনি শিশুটিকে জহির মিয়ার বাড়িতে রেখে দেন। শিশুটির পাওয়ার আগে ওই জায়গাতে দুই নারী ছিলেন। ধারণা করা হচ্ছে শত্রুতা কিংবা অন্য কোনো কারণ বশত ওই নারীরা শিশুটিকে এখানে এনে রেখে যান। এ বিষয়ে তিনি ফেসবুকেও একটি পোস্ট দেয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহিম জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দুবলা গ্রামের জহির মিয়ার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে পরিচর্যার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে দেখবাল করছে জহির মিয়ার স্ত্রী পারভিন। শিশুটির পরিচয় সনাক্ত করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।