,
শিরোনাম:
শনিবার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল বিজয়নগরে বিএনপির নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন নবীনগরে ১১ চোরাই মোটর সাইকেল উদ্ধার ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ব্রাহ্মণবাড়িয়ায় নারী আটক বিজয়নগরে সাংবাদিক পরিচয়ে টাকা দাবি, যুবক গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত ৯ ঘন্টাপর গন্তব্যের দিকে রওয়ানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে মানববন্ধন শেষে হামলা, ৪ ছাত্র আহত। টিকেটে কালোবাজারি আটক কাঁথায় মোড়ানো নবজাতক উদ্ধার

সাংবাদিকদের সাথে মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের মতবিনিময়

received 410243420163409

খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রতিবাদের সুরে, মাদক থাকবে দূরে এই স্লোগানে প্রতিষ্ঠিত মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  দুপুরে নবীনগর প্রেস ক্লাব অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু কাওসার সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থিত সকল সাংবাদিকদের উদ্দেশ্যে উপস্থাপন করেন এবং পরবর্তীতে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান উপদেষ্টা আবু কামাল খন্দকার সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক, ইতিবাচক, নেতিবাচক সকল কিছুই উপস্থিত সকলের নিকট তুলে ধরেন এবং উপদেশ মূলক বক্তব্য রাখেন।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইমতিয়াজ বেগ ইমন, জাহাঙ্গীর আলম চৌধুরী ও মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, পৌর শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান দিপু ও মোহাম্মদ ওয়াসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউছার আলম, পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন পাশা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মোহাম্মদ আল মামুন সহ আরো অনেকে।
শেয়ার করুন

Sorry, no post hare.