খবর সারাদিন রিপোর্ট : মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান শাজাহান খান এমপি বলেছেন, ভাস্কর্য একটি শিল্প। শুধু বাংলাদেশেই নয় বিশ্বের বহু ইসলামী রাষ্ট্রেই ভাষ্কর্যের প্রচলণ রয়েছে। কিন্তু সম্প্রতি বাংলাদেশে একটি গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে ভাষ্কর্যের বিষয়ে বিভ্রান্ত করছে। এই মহল থেকে সকলকে সচেতন থাকতে হবে। তিনি মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে শহরের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র, আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির প্রমূখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধাগনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন