খবর সারাদিন রিপোর্ট : “কমলা রঙের বিশ্ব নারী, বাধার পথ দেবই পারি” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম রোকেয়া দিবস ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দুলা খান। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সালমা আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা নিশাত, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমিন প্রমূখ। এরপর জয়িতা অন্বেষণ বাংলাদশ শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৯ সালে নির্বাচিত ৫ টি ক্যাটাগরিতে ৫ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়। জয়িতারা হলেন, শিক্ষায় ফরিদা নাজমীন, সমাজ উন্নয়নে তাসলিমা সুলতানা খানম নিশাত,সফল জননী নারী রাবিয়া খাতুন, অর্থনৈতিক সাফল্যে গীতা রানী দাস ও নির্যাতন থেকে ঘুরে দাড়ান সানজিদা আক্তার।
শেয়ার করুন