খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় হাম – রুবেল ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এতে ডাক্তার মাহমুদুল হাসান জানান, ১২ ডিসেম্বর থেকে পৌর এলাকায় হাম-রুবেলার ক্যাম্পেইন শুরু হয়েছে। তবে আগামী ১৯ ডিসেম্বর থেকে উপজেলা পর্যায়ে হাম-রুবেলার ক্যাম্পেইন শুরু হবে। যা চলবে ২০২১ সালের ৩১ জানয়ারি পর্যন্ত। জেলায় ৯ মাস থেকে ১০ বছর বয়সী প্রায় ৯ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। ৯ টি উপজেলায় ৭ হাজার ৬২২ টি কেন্দ্রে ১৫ হাজার ২৪৪ জন টিকাদানকারী দায়িত্ব পালন করবে। এছাড়া টিকাদান কেন্দ্রে ২২ হাজার ৬৬ জন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে। এ সময় ডাক্তার সানজিদা আক্তার হাম-রুবেলা টিকার গুরুত্ব এবং এর প্রয়োগ সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেণ। প্রেস কনফারন্সে অবস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ বিভিন্ন প্রিট ও ইলক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শেয়ার করুন