,
শিরোনাম:
১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

প্রতিপক্ষকে ঘায়েল করতে ৩ ভাই ও ভগ্নিপতি মিলে হত্যা করে রফিজা খাতুনকে ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর রফিজা খাতুন হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

Brahmanbaria murder clue pic

খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাঞ্চল্যকর রফিজা খাতুন হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ৩ ভাই ও ভগ্নিপতির হাতেই নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন স্বামী পরিত্যাক্তা ওই নারী। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে শহরের ভাদুঘর পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লোমহর্ষক সেই হত্যাকান্ডের বর্নণা তুলে ধরেন জেলা পিবিআই এ্র পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এ সময় তিনি জানান, জেলার নাসিরনগর উপজেলা রামপুর গ্রামে আবু কালাম ও মূছা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে গোষ্ঠীগত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর রামপুর গ্রামের দরবেশ মিয়ার ছেলে মূছা মিয়া প্রতিপক্ষকে ফাঁসাতে অপর দুই ভাই, ভগ্নিপতিসহ সহযোগিদের নিয়ে তার বোন রফিজা খাতুনকে বাড়ির আঙ্গিনায় ফেলে হত্যা করে। পরে নিজইে বাদী হয়ে প্রতিপক্ষের ৫৭ জনের নামে মামলা করেন। বিষয়টি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর হওয়ায় ঘটনাটির তদন্তভার পরে ব্রাহ্মণবাড়িয়া পিবিআই এর কাছে। পিবিআই দীর্ঘদিন তদন্ত করে নিহতের ভাই সোহাগ মিয়া, চাচাতো ভাই মোঃ আক্কাছ মিয়া ও ভগ্নিপতির ভাই পরশ মিয়া নামের ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা পিবিআই এর কাছে ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এতে নিহতের ভাই মূছা, মোবারক, সোহাগ ও ভগ্নিপতি জয়নাল ও তার ভাইর পরশসহ সহযোগীরা মিলে রফিজা খাতুনকে হত্যার রহস্য বেড়িয়ে আসে। তিনি আরো জানান, হত্যার মূল পরিকল্পনাকারীসহ বাকি আসামীদের গ্রেফতার করতে চেষ্টা অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলণে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Sorry, no post hare.