খবর সারাদিন রিপোর্ট : নতুন বছরের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ায় বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ঐতিহ্যবাহী অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মেহেদী মাহমুদ আকন্দ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খুরশেদ আলম, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক চিন্ময় ভট্টাচার্য। এদিকে বেসরকারী বিদ্যালয়গুলোতেও বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সকালে আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে পৌর মেয়র মিসেস নায়ার কবির এই কার্যক্রম শুরু করেন। এছাড়াও শহরের গভঃ মডেল গার্লস হাই স্কুল, সাবেরা সোবাহান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। জেলায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ২৪ লাখ ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৪২ লাখ ৬০ হাজার ৮শ বই দেয়া হবে।