,
শিরোনাম:
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির একাংশের সমাবেশ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত \ সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় দোষীদের শাস্তির দাবি কোলে পিঠে করে মানুষ করা ফারহানই পুড়িয়ে মারল শারমীনকে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘন্টা কর্মবিরতি পালন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, আটক ১ বিভিন্ন ধরনের মাদকসহ ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আশুগঞ্জে মেঘনার তীর দখল করে অবৈধ জেটি নির্মান \ ঝুঁকিতে দুটি বিদ্যুৎ কেন্দ্র আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিক্সা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৭দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে বাংলাদশ জাতীয় পার্টি সংসদ দখল করবে…….সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন

বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে  ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি ঘেরাওয়ে বিএনপি’র মানববন্ধন

Brahmanbaria BNP Pic
খবর সারাদিন রিপোর্ট : দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মাবনবন্ধন করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে শহরের কলেজ পাড়ায় সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার হাতে প্রধান সড়কে এসে মানবন্ধন করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে পুলিশি ঘেরাওয়ের মধ্যেই তারা মানবন্ধন করে। এতে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডঃ তরিকুল ইসলাম খাঁন রুমার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজম প্রমূখ। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক নয় বলেই, দেশের মানুষের কথা তারা ভাবে না। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির জাতাকলে মধ্য ও নি¤œ আয়ের মানুষ পিষ্ঠ হচ্ছে। বক্তারা বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করে বলেন, সরকারের মন্ত্রীরা গণতন্ত্রকে হত্যা করে দেশের শাসন ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে। অচিরেই জনগনের অধিকার ও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
শেয়ার করুন

Sorry, no post hare.