মো.জুয়েল মিয়া,আখাউড়া, (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি)আওয়ামীলীগ, বিএনপি ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচন।চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভা নির্বাচনে আখাউড়া পৌরসভায় ইভিএমে ভোট হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।প্রথম শ্রেণির এ পৌরসভায় মেয়র পদে এবার ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা পৌরসভার উন্নয়ন, নাগরিক অধিকার নিশ্চিত এবং পৌরবাসীর দুঃখ-দুর্দশায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়ে আসছেন। ভোট নিয়ে সব বয়সের মধ্যে যথেষ্ট আগ্রহ দেখা গেছে। তবে, ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়া কতটুকু নিরপেক্ষ হবে, তা নিয়েও শঙ্কা রয়েছে ভোটারদের মধ্যে।পৌরসভা নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি ভোটারদের।প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র, কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকেরা। সব মিলিয়ে সরগরম আখাউড়ার তৃণমূলের রাজনীতি।আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মোবারক হোসেন রতন ও নূরুল হক ভূঁইয়া গত রবিবার একসাথে মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের বলেন,নৌকা প্রতীক পাওয়ার জন্য বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল শুভ-অশুভ প্রক্রিয়া সম্পূর্ণ করে মনোনয়ন নিশ্চিত করেছেন।তবে তিনি নৌকা প্রতীক পেলেও জনগণের রায়ে আমরা তিনজনের যে কোনো একজন মেয়র নির্বাচিত হব।তার সামরিক শাসনের অত্যাচার চরম আকারে পৌঁছেছে।আগামী ৫ বছর তার সামরিক শাসন থেকে মুক্ত থাকতে আখাউড়া পৌরবাসী ভোটের মাধ্যমে জবাব দিবে।১৪ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনে ভোটগ্রহণের মাধ্যমে এ অত্যাচারের অবসান ঘটবে বলে জানান আওয়ামীলীগ থেকে মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থীরা।বিগত দিনের চেয়ে আগামী দিনে আরো ভালভাবে কাজ করার আশ্বাস দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজল।তিনি আরো বলেন,জনগণের প্রত্যাশা শতভাগ পূরণ করতে না পারলেও সর্বোচ্চ চেষ্টা করবো।এছাড়া বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জয়নাল আবেদীন আব্দু মনোনয়ন পত্র দাখিল করেছেন।এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসার ও আখাউড়া পৌরসভা সাধারণ নির্বাচন রিটার্নিং অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান বলেন,উৎসবমুখর পরিবেশে সকল প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।মেয়রপদে ৬ জন ,সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন এবং কাউন্সিলর পদে ৪২ জনসহ মোট ৫৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাঁছাই চলছে।
শেয়ার করুন