খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় উপজেলা চেয়ারম্যানের ভাই নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার চর চারতলায় এ ঘটনা ঘটে। নিহত জামাল মুন্সী আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক মোঃ হানিফ মুন্সীর ছোট ভাই ও চর চারতলা গ্রামের ফজলুল হক মুন্সীর ছেলে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের লতি গোষ্ঠীর লোকজন রাত ১টায় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিত জামাল মুন্সীর উপর হামলা করে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।