,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু লরিকে অতিক্রম করতে গিয়ে আখাউড়ায় মোটর সাইকেল চালক নিহত নাসিরনগরে দুই মাসে ৩১ ট্রান্সফরমার চুরি,বোরো চাষ ব্যাহত হওয়ার শঙ্কা অনিবার্য কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সম্মেলন মেনে নেবে না, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের ঘোষণা পাওনা টাকা নিয়ে বিরোধের জের কসবায় ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে সরাইলে বিএনপির একাংশের ঝাড়ু– মিছিল ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় পৌরসভার পরিছন্নতা কর্মী নিহত ভ্রাম্যমান আদালতের অভিযান সরাইলে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে জেল-জরিমানা চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের পুণর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

নাসিরনগরে মানবাধিকারের১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন মোঃ আব্দুল হান্নান সভাপতি-ভানু চন্দ্র দেব সম্পাদক

received 242613707391673

খবর সারাদিন রিপোর্ট :  জাতিসংঘ স্বীকৃতিপ্রাপ্ত  আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির ১১ সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে এশিয়ান টেলিভিশন ও দৈনিক আমার সংবাদের নাসিরনগর উপজেলা প্রতিনিধি,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বি,এম,এস,এফ) এর সভাপতি মোঃ আব্দুল হান্নানকে সভাপতি ও ভানু চন্দ্র দেবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।গত ২২ জানুয়ারী ২০২১ তারিখে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিমকোর্টের স্বনামধন্য এডঃ সায়েদুল হক সাঈদ কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন,সহসভাপতি পার্থ প্রতীম সোম (প্রভাষক নাসিরনগর সরকারী কলেজ),যুগ্ন সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী (প্রভাষক বিজয় লহ্মীকলেজ সিংহগ্রাম),সাংগঠনিক সম্পাদক এ,টি,এম মোজাম্মেল হক সরকার মুকুল (চেয়ারম্যান বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ),দপ্তর সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন (সমাজ কর্মী),আইনবিষয়ক সম্পাদক এডঃ মহিউদ্দিন চৌধুরী শরীফ,প্রচার সম্পাদক মোঃ আবির ইসলাম বাপ্পী সম্মানীত সদস্য পদে রয়েছে মাওলানা মোঃ আব্দুল আজিজ চিশতি( ইমাম আশুরাইল জামে মসজিদ), মোঃ মোর্শেদ হায়দার (প্রধান শিহ্মক শ্রীঘর এস,ই,এস,ডি,পি মডেল উচ্চ বিদ্যালয়), বিধু ভুষণ রাজবংশী (সংবাদ কর্মী) প্রমুখ।

শেয়ার করুন

Sorry, no post hare.