মো.জুয়েল মিয়া,আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনে জেলা প্রশাসনের উদ্যেগে এক বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আখাউড়া উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় আসন্ন ১৪ ফ্রেব্রুয়ারী অত্র পৌরসভার নির্বাচনের আচরণ বিধি পালন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করণ সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন বক্তারা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,পুলিশ সুপার আনিসুর রহমান,২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ফেরদৌস কবীর, ভৈরব র্যাব ১৪ এর কোম্পানি কমান্ডার ডিএডি মোঃ জামাল উদ্দিন,জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান,আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম,আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামীসহ আরো অনেকে।এছাড়া অত্র পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজল,স্বতন্ত্র প্রার্থী নুরুল হক ভূঁইয়া ও সফিকুল ইসলাম খাঁন এবং বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জয়নাল আবেদীন আব্দু সহ সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা ও উপস্থিত ছিলেন।