খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী টাউন খাল রক্ষায় ৫ দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন “নোঙর”। শনিবার সকালে সংগঠনের জেলা শাখার উদ্যোগে টাউন খাল সংলগ্ন ব্রীজে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা নোঙরের সভাপতি শামীম আহমেদ। এ সময় বক্তব্য রাখেন নোঙরের কেন্দ্রীয় সভাপতি সুমন শামস, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া বিএমএ’র সভাপতি ডাক্তার মোঃ আবু সাঈদ, নোঙর জেলা শাখার সাধারণ সম্পাদক খালেদা মুন্নী, খেলা ঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, কামরুজ্জামান খান টিটু, সোহেল আহাদ, শিপন কর্মকার প্রমূখ। এ সময় বক্তারা খালের সীমানা নির্ধারণ করে সীমানা পিলার স্থাপন, তালিকা করে দখলদার উচ্ছেদসহ নদীর গভীরতা সমান খাল খনন ও সৌন্দর্য্য বর্ধনের দাবী জানান।
শেয়ার করুন