,
শিরোনাম:
ব্রাহ্মনবাড়িয়া শিশু নাট্যমের অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া নাসিরনগরে দু’দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন সমাপ্ত বিজিবি ৬০ ব্যাটালিয়নের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ১ বছরে ১৫০ কোটি টাকা মূল্যের মাদক ও মালামাল উদ্ধার \ গ্রেপ্তার-৮৬ ব্রাহ্মণবাড়িয়ায় ডাস্ট মালামাল কেনা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ব্রাহ্মণবাড়িয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রেমের টানে ইউক্রেনের প্রকিপ ব্রাহ্মণবাড়িয়ায়, করলেন বিয়ে ভোটারদের অনুরোধে অধিকতর প্রস্তুতির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের তারিখ পরিবর্তন। কসবায় বাড়ি থেকে ডেকে নিয়ে অটোচালককে খুন, ১০ দিন পর লাশ উদ্ধার রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির একাংশের সমাবেশ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত \ সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় দোষীদের শাস্তির দাবি

আল্লামা মামুনুল হককে পথে বাঁধা দেয়ার খবরে ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্রদের বিক্ষোভ

Bikkhov pic 2
খবর সারাদিন রিপোর্ট : খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হক ব্রাহ্মণবাড়িয়ায় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিলে আসার সময় পথে বাঁধা দেওয়া হয়েছে এমন খবরে বিক্ষোভ করেছে মাদরাসা ছাত্ররা। মঙ্গলবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের কাউতলী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এ সময় ঘন্টা ব্যাপী ওই মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে সদর মডেল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদরাসায় বার্ষিক ওয়াজ মাহফিল ছিল। এতে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ বিভিন্ন উলামায়ে কেরাম বক্তব্য রাখার কথা ছিল। আল্লামা মামুনুল হক ভৈরবে একটি ওয়াজ মাহফিল শেষে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরের সেই মাহফিলে উপস্থিত হতে রওয়ানা দেয়। রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার মাদরাসার ছাত্রদের কাছে তথ্য আসে, আল্লামা মামুনুল হককে আসতে সড়কে বাঁধা দেওয়া হচ্ছে। এই খবরে তারা বিক্ষুব্ধ হয়ে পড়ে। ভাদুঘর থেকে মাদরাসার ছাত্ররা মিছিল করে এসে কাউতলী মোড়ে মহাসড়কে বিক্ষোভ করে।
হেফাজত ইসলামের নায়েবে আমির মাওলানা সাজিদুর রহমান বলেন, ‘আল্লামা মামুনুল হক সাহেবকে আসতে বাঁধা দেওয়া হয়েছে, এমন খবর পেয়ে ছাত্ররা বিক্ষোভ করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। মামুনুল হক ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিলে যোগ দিয়েছেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, ‘আল্লামা মামুনুল হককে আসতে বাঁধা দেওয়া হয়েছে, এমন গুজব ছড়ানো হয়েছিল। এতে মাদরাসার ছাত্ররা বিক্ষোভ করে। মামুনুল হককে কোন প্রকার বাঁধা প্রদান করা হয়নি। তিনি মাহফিলে যোগ দিয়েছেন
শেয়ার করুন

Sorry, no post hare.