,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু লরিকে অতিক্রম করতে গিয়ে আখাউড়ায় মোটর সাইকেল চালক নিহত নাসিরনগরে দুই মাসে ৩১ ট্রান্সফরমার চুরি,বোরো চাষ ব্যাহত হওয়ার শঙ্কা অনিবার্য কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সম্মেলন মেনে নেবে না, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের ঘোষণা পাওনা টাকা নিয়ে বিরোধের জের কসবায় ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে সরাইলে বিএনপির একাংশের ঝাড়ু– মিছিল ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় পৌরসভার পরিছন্নতা কর্মী নিহত ভ্রাম্যমান আদালতের অভিযান সরাইলে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে জেল-জরিমানা চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের পুণর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নির্বাচনী সামগ্রী ভোটকেন্দ্রে পৌছে দেয়া হয়েছে

Akhaura ellection pic
খবর সারাদিন রিপোর্ট : আগামীকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী সামগ্রী স্ব স্ব ভোটকেন্দ্রে পৌছে দেয়া হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ থেকে নির্বাচন কর্মকর্তার উপস্থিতিতে পৌরসভার ১১ টি ভোটকেন্দ্রের জন্য ১১২ টি ভোটিং মেশিন স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িতে পাঠানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তার মধ্যদিয়ে এসব নির্বাচনী সামগ্রী কেন্দ্রগুলোতে পৌছে দেয়। আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জহুরুল আলম বলেন, একটি উৎসবমূখর নির্বাচন উপহার দিতে সবরকম প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, বিজিবিসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত আখাউড়া পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ২৮৯০৫। পুরুষ ভোটার ১৪২৩০ ও নারী ভোটার ১৪৬৭৫। ইভিএম পদ্ধতিতে আখাউড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৪জন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শেয়ার করুন

Sorry, no post hare.