,
শিরোনাম:
আশুগঞ্জে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলন ব্রাহ্মণবাড়িয়ায় পিএফজি’র উদ্যোগে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা বৈষম্যবিরোধী ৩ ছাত্র প্রতিনিধিকে মাইক্রোচালকদের মারধর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী তিন উপজেলায় অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় সিম! শনিবার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল বিজয়নগরে বিএনপির নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন নবীনগরে ১১ চোরাই মোটর সাইকেল উদ্ধার ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ব্রাহ্মণবাড়িয়ায় নারী আটক বিজয়নগরে সাংবাদিক পরিচয়ে টাকা দাবি, যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জয়িতা টিভি সাংবাদিকতায় সালমা-সোবহান ফেলো নিশাতকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

BBaria Reception Pic Nishat scaled
খবর সারাদিন রিপোর্ট : সমাজ উন্নয়নে অসামান্য ভূমিকার জন্য চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হওয়ায় সাপ্তাহিক গতিপথ সম্পাদক,টিভি সাংবাদিকতায় সালমা-সোবহান ফেলো,বিশিষ্ট নারী নেত্রী ও সমাজসেবী এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে তাকে এ শুভেচ্ছা জানানো হয়। প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন এবং ক্লাবের সিনিয়র সদস্যগন তার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আরজু,মো: সাদেকুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সমকালের স্টাফ রিপোর্টার আব্দুন নূর, প্রেসক্লাব সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, সংঙ্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান, কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ, বাংলাভিশন প্রতিনিধি মো: আশিকুল ইসলাম, দেশ রূপান্তরের মো: মনির হোসেন, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মোজাম্মেল চৌধুরী,সময় টিভির ব্যুরো প্রধান উজ্জল চক্রবর্তী, যুমনা টিভির শফিকুল ইসলাম, গাজী টিভির জহির রায়হান, মাছরাঙ্গা টিভির আশেক মান্নান হিমেল, ঢাকা পোস্টের আজিজুল সঞ্চয়, বাংলানিউজ ২৪.কমের মেহেদী নূর পরশ প্রমুখ। এর প্রতিক্রিয়ায় তাসলিমা সুলতানা খানম নিশাত বলেন,আমার এই কৃতিত্বের ভাগীদার সাংবাদিকগন। তারা আমার ছোট-বড় সব কর্মকে গনমাধ্যমে তুলে ধরে উৎসাহিত করেছেন। আমি এজন্যে তাদের কাছে কৃতজ্ঞ। এর আগে ঢাকা পোস্টের পক্ষে এ অনলাইন নিউজ পোর্টালটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতা তাসলিমা সুলতানা খানম নিশাতকে ফুলেল শুভেচ্ছা জানান ঢাকা পোস্টের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আজিজুল আলম সঞ্চয়। এছাড়া সুইড বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারন সম্পাদক ,আসমাতুননেছা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের সাবেক প্রধান শিক্ষক তাসলিমা সুলতানা খানম নিশাত শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হওয়ায় প্রতিবন্ধীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ড্রীমফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না।

শেয়ার করুন

Sorry, no post hare.