খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরকীয়ার জের ধরে ছুরিকাঘাতে রাজু মিয়া নামে (২০) এক যুবক নিহত হয়েছে। রবিববার রাতে পৌরশহরের দেবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু নোয়াখালী জেলার মোঃ আলমগীর মিয়ার ছেলে। সে ডিশ লাইনের অপারেটর কাজ করত। সে পরিবার নিয়ে দেবগ্রামে ভাড়া বাসায় থাকত। ঘটনার পর থেকে ঘাতক শুভ পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজু গত ৭/৮ মাস আগে বিয়ে করে। বিয়ের পর একই এলাকায় শুভ নামে যুবকের সাথে তার স্ত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে শুভর সাথে রাজুর বিরোধ চলছিল । এরই জের ধরে রবিবার রাতে শুভ রাজুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। ঘাতক শুভর বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার রওয়া গ্রামে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রসুল আহমেদ নিজামী বলেন, প্রেম সংক্রান্ত বিরোধ থেকে এ হত্যাকান্ড করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শুভর বাবা-মাসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন